• শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৬ রবিউস সানি ১৪৪৬

ডোমারে ধর্ম নিয়ে কটূক্তি করায় এলাকাবাসীর মিছিল, থানায় জিডি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৪  

নীলফামারীর ডোমারে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করার অভিযোগে শ্রী জয়দেব রায় জিতু নামে সনাতন ধর্মের এক যুবকের বিরুদ্ধে থানায় জিডি করেছেন এলাকাবাসী। সেইসঙ্গে ওই যুবকের বিচারের দাবিতে মিছিল করেন তারা।সম্প্রতি শ্রী জয়দেব রায় জিতু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে উস্কানিমূলক মন্তব্য করায় রোববার (১৫ সেপ্টেম্বর) মিছিল ও থানায় জিডি করেন এলাকাবাসী।

শ্রী জয়দেব রায় জিতু উপজেলার হরিণ চড়া ইউনিয়নের আতিয়াবাড়ি গ্রামের শ্রী জিতেন চন্দ্রের ছেলে।।

জানা গেছে, শ্রী জয়দেব রায় জিতু ফেসবুক ইসলাম ধর্মকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেন। বিষয়টি স্থানীয় এলাকাবাসীর নজরে আসলে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে ডোমার থানায় জিডিও করেছেন এলাকাবাসী।

এদিকে, শ্রী জয়দেব রায় জিতু বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন।