• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাটে ছাত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯  

লালমনিরহাটের আদিতমারীতে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ওই বিদ্যালয়েরই এক ছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার মীরেরচর এলাকার সাকসেস কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম তামান্না আক্তার (১৩)। সে আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চড়িতাবাড়ি গ্রামের আব্দুস সালামের মেয়ে এবং সাকসেস কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, সাকসেস কিন্ডার গার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের জন্য শিক্ষার্থীদের কাছে ৪০ টাকা হারে চাঁদা নির্ধারণ করা হয়। সেই টাকা আদায় করতে বিদ্যালয়ের শিক্ষক ও সহকারী পরিচালক বজলুর রহমান মঙ্গলবার বিকেলে ৭ম শ্রেণির ক্লাসে যান। অধিকাংশ শিক্ষার্থী সেই চাঁদা না দেয়ায় তিনি শিক্ষার্থীদের গালমন্দ করতে থাকেন। এ সময় তামান্ন আক্তার শিক্ষকের গালমন্দের প্রতিবাদ করে।

এতে ক্ষিপ্ত হয়ে বজলুর রহমান বেত দিয়ে তামান্না আক্তারকে মারতে থাকেন। এক পর্যায়ে তামান্না সজ্ঞাহীন হয়ে মেঝেতে পড়ে গেলে তিনি চলে যান। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। রাতে তার অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুস সালাম শেখ বলেন, তামান্নার দুই হাতের বাহুতে বেশ কয়েকটি বেত্রাঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

তামান্না আক্তার বলেন, গালমন্দের প্রতিবাদ করায় বজলুর রহমান স্যার বেত দিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে থাকেন। এক পর্যয়ে মেঝেতে পড়ে যাই। এরপর আর কিছু বলতে পারি না। জ্ঞান ফিরলে নিজেকে হাসপাতালে দেখতে পাই।

সাকসেস কিন্ডার গার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ফজলুল করিম বলেন, সহকারী পরিচালক বজলুর রহমান আমার ছোট ভাই। কিন্তু তার এ আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।