• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

রোহিঙ্গাদের জন্য চাল পাঠিয়ে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জুলাই ২০২০  

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য এখন পর্যন্ত তিন দফায় ১৩১৮ টন চাল পাঠিয়ে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। 

রোহিঙ্গাদের জন্য চাল দিয়ে চীন সরকার বাংলাদেশ সরকারকে সহযোগিতা করছে বলে ঢাকায় চীন দূতাবাস গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

চীন দূতাবাস জানায়, চীন সরকার মানবিক সহায়তা হিসেবে এখন পর্যন্ত তিন দফায় এক হাজার ৩১৮ টন চাল চীন থেকে কক্সবাজারে পাঠিয়েছে। এর মধ্যে ৭০০ টন ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। অবশিষ্ট ৬১৮ টন চাল শিগগিরই বিতরণ করা হবে।