• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ইভিএমের ৬ আসনে মক ভোট কালঃ চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ছয়টি আসনের ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে কীভাবে সেই ভোট দিতে হবে তার অনুশীলন হবে আগামীকাল বৃহস্পতিবার। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছয়টি আসনের সব কেন্দ্রে একযোগে এই মক (অনুশীলনমূলক) ভোটের কার্যক্রম চলবে। ভোটারদের প্রশিক্ষণ দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

ইভিএম প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেন্স বিভাগের অফিসার ইনচার্জ এস এম মাহমুদ আরাফাত বিষয়টি নিশ্চিত করে জানান, ছয়টি সংসদীয় আসনের ভোটারদের ইভিএমের মাধ্যমে ভোট প্রদানের ক্ষেত্রে উৎসাহ দিতে এবং প্রশিক্ষণ দিতে এরইমধ্যে নির্বাচন কমিশন নানা ধরনের প্রচার ও প্রদর্শনীর আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রতিটি ভোটকেন্দ্রে অনুশীলনমূলক ভোটের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত ইভিএমের সকল কেন্দ্রে একযোগে অনুশীলন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৬ নভেম্বর সংসদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের জন্য ছয়টি আসন চূড়ান্ত করে ইসি। কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে ৪৮টি আসনের মধ্য থেকে দৈবচয়ন পদ্ধতি অনুসরণ করে এসব আসন চূড়ান্ত করা হয়। আসন ছয়টি হলো ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২।

নির্বাচন কমিশনের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন শাখার টেকনিক্যাল এক্সপার্ট মো. শাহানুর মিয়া বলেন, আগামীকাল ইভিএমের সকল আসনে অনুশীলনমূলক ভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না আনলেও ভোট দিতে পারবেন। তবে এনআইডি সঙ্গে আনলে ভোটের প্রক্রিয়া সহজ হবে।

কমিশন সূত্র জানায়, ইভিএমে ভোটের জন্য চূড়ান্ত হওয়া ছয় আসনে মোট ৮৪৫টি কেন্দ্র রয়েছে। এই আসনগুলোতে মোট ভোটার প্রায় ২১ লাখ ২৪ হাজার ৪১১ জন।

ইভিএম পদ্ধতিতে ঢাকায় দুটি আসনে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণের ৩৪ এবং ৩৭ থেকে ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-৬ আসন গঠিত। এ আসনের ভোটার সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ২৭৬ জন। আর ঢাকা উত্তরের ২৮ থেকে ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-১৩ আসন গঠিত। এর ভোটার সংখ্যা হচ্ছে ৩ লাখ ৭২ হাজার ৭৬৯ জন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৫-২৩ নম্বর ওয়ার্ড এবং ৩১ থেকে ৩৫ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-৯ আসন। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৩৬৩ জন। এছাড়া খুলনা সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড ৩১নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত খুলনা-২ আসন। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৬২ জন। আর সাতক্ষীরা সদর উপজেলা নিয়ে সাতক্ষীরা-২ আসন গঠিত। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ২৬৮ জন।

এদিকে ইভিএম ব্যবহার সহজ করতে রংপুর সদর আসনের ১শ' ৭১টি কেন্দ্রে মক ভোট নেয়া হবে বৃহস্পতিবার। এ আসনের অনেক ভোটার ইভিএম-এ ভোট দেয়া নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন।

রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস জানায়, রংপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ১শ' ৪৯ জন। এদের মধ্যে নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৭শ' ১৫ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৪শ' ৩৪ জন। আর ভোট কেন্দ্র রয়েছে ১৭৫টি। রংপুরের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা এনামুল হাবীব বলেন, রংপুর-৩ আসনের প্রত্যেকটি কেন্দ্রে ভোটারদের মাঝে ইভিএম নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ৬৯জন প্রশিক্ষক ৬ দিনে প্রশিক্ষণ দিয়েছে ১৭৫জন প্রিজাইডিং অফিসার, ১০২৩জন সহকারী প্রিজহাডিং অফিসার ও ২০৪৬ জন পোলিং অফিসারকে। ভোটারদের মাঝে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন থেকেও ক্যাম্পেইন করে বোঝানোর চেষ্টা করা হয়েছে।

নগরীর ২৫ নং ওয়ার্ডের শালবন এলাকায় গৃহবধূ সম্পা হোসেন জানান, ইভিএমএ ভোট প্রদান একেবারে সহজ। চাকরিজীবী লিমন হোসেন বলেন, সেনাবাহিনীর সদস্যরা ইভিএম-এ কিভাবে ভোট দিতে হবে তা শিখিয়ে দিয়েছেন। এতে ভোট প্রদান অনেক সহজ। রিকশা চালক আসলাম জানান, আমার এলাকায় সেনাবাহিনী ইভিএম-এ ভোট কিভাবে দিতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। আমি তাদের কাছে গিয়ে শিখেছি। এখন ভোট দিতে কোন কষ্ট হবেনা বলে জানান তিনি।