• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে সাপের দংশনে যুবকের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১  

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার রাতে সাপের কামড়ে রুবেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রুবেল উপজেলার ধর্মগর ইউনিয়নের ভরনিয়া মণ্ডলপাড়া গ্রামের রশিদ আলীর ছেলে। তিনি একজন ফুটবল খেলোয়াড় ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে রুবেল নিজ ঘরে ঘুমাতে যান। রাতেই বিষধর একটি সাপ তার গলার নিচে কামড় দেয়। কামড় দেয়ার পরও সাপটি তার বিছানায় ছিল। এ সময় চিৎকার দিলে পরিবারের লোকজন এসে তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ভ্যাকসিন দিয়ে রুবেলকে দিনাজপুর পাঠানোর কথা বলেন। তবে দিনাজপুর নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয়দের দাবি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের অভাবে সাপে কাটা রোগীর মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। উপজেলা থেকে সদর হাসপাতালের দুরত্ব অনেক। পরে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের ভ্যাকসিন সংরক্ষণের দাবি জানান তারা।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী বলেন, ‘বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় ভ্যাকসিন প্রয়োগ করা সম্ভব হয় না।’