• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

আজ থেকে ৩০ টাকায় পেঁয়াজ মিলবে টিসিবির ট্রাকে 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১  

আজ রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে টিসিবির ট্রাকে মিলবে পেঁয়াজ, বিক্রি হবে ৩০ টাকা কেজিতে।

গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রতি দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন ক্রেতারা।

টিসিবির ট্রাক থেকে এখন একজন ক্রেতা সাশ্রয়ী দামে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারেন। এখন পেঁয়াজ যোগ হলো বিক্রয় পণ্যের তালিকায়।

সংস্থাটি জানিয়েছে, সারাদেশে প্রতিটি ট্রাকে ৩০০ থেকে ৬০০ কেজি করে পেঁয়াজ বরাদ্দ থাকবে। গত ৪ সেপ্টেম্বর থেকে খোলাবাজারে ন্যায্যমূল্যে বোতলজাত সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু করে টিসিবি।

সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।