• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১  

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেলের ধাক্কায় নাসির উদ্দীন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কের ঝলঝলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দীন উপজেলার ভানোর ইউনিয়নের ঝলঝলি গ্রামের মৃত তসর মোহাম্মদের ছেলে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বালিয়াডাঙ্গীতে ফেরার সময় আব্দুস সোবহান বৃদ্ধ নাসির উদ্দীনকে পেছন থেকে ধাক্কা দেয়। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনিও রাস্তায় পড়ে গেলে গুরুতর আহত হয়। স্থানীয় ফায়ার সার্ভিস বাহিনীকে খবর দিলে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিমন জানান, বৃদ্ধ নাসির উদ্দীন ঘটনাস্থলেই মারা গেছেন। আব্দুস সোবহানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তাঁর অব্স্থা আশঙ্কাজনক।