• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ২৩৭     

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১  

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯৭০ জনে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জনে। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।

এর আগে, বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো তিন জনের মৃত্যু হয়। তিন জন নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৭ হাজার ৯৬১ জনে।

অধিদফতর আরো জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হন ৩১২ জন। তখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছিল ১৫ লাখ ৭৪ হাজার ৯৪৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছিলেন ৩১২ জন। তখন পর্যন্ত মোট সুস্থ হয়েছিলেন ১৫ লাখ ৭৪ হাজার ৯৪৮ জন। একই সময়ে ২০ হাজার ৭৭০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল ২১ হাজার ২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১ দশমিক ৪৯ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।