‘উদ্যোগ নিয়েছি, প্রত্যেক এলাকাতেই যেন খেলার মাঠ থাকে’
– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১২ মে ২০২২

অভিভাবকদের প্রতি শিশুদের বাইরে খেলাধুলা করতে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা তাদের যেকোনো ধরনের ভুল পথে যাওয়া বন্ধ হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে সহায়ক হবে। কারণ, জাতি গঠনে এগুলো খুবই গুরুত্বপূর্ণ।
বুধবার সকালে দেশের ক্রীড়াঙ্গনে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ৮৫ ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠককে ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’ ‘২০১৩-২০২০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
এ সময় শেখ হাসিনা আরো বলেন, আমাদের বেশিরভাগ শিশু প্রায় সময় ফ্ল্যাটে মোবাইল, ল্যাপটপ এবং আইপ্যাড নিয়ে সময় কাটাচ্ছে। যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই অমঙ্গলজনক।
শিশুদের কিছু সময়ের জন্য হলেও বাইরে গিয়ে মাঠে খেলাধুলা করা এবং দৌড়ঝাঁপ দেওয়ার সুযোগদানে অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এতে শিশুদের সব ধরনের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে।
তিনি বলেন, আমি সব অভিভাবকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও মনোযোগী হবেন। তাহলে শিশুরা আর ভুল পথে যাবে না।
শেখ হাসিনা বলেন, খেলাধুলা, শরীরচর্চা এবং সাংস্কৃতিকচর্চা একটি জাতির জন্য অপরিহার্য। এ কথা সবাইকে মনে রাখতে হবে। আমাদের একেবারে ছোট শিশু থেকে সবাইকে উৎসাহিত করতে হবে এবং সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তাহলেই আমাদের ছেলে-মেয়েরা মানুষের মতো মানুষ হতে পারবে। তাদের মনটাও ভালো থাকবে, তারা ভালভাবে লেখাপড়া শিখবে এবং বিপথে যাবে না- এটাই আমার বিশ্বাস।
প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা এক ধরনের শরীর চর্চা। এতে আমাদের ছেলে-মেয়েরা শারীরিক এবং মানসিকভাবেও যথেষ্ট উপকৃত হয়। একই সঙ্গে আমাদের দেশের গ্রামাঞ্চলে অনেক ধরনের খেলাধুলা ছিল, সেগুলো আবার সচল করতে হবে। এজন্য আন্তঃস্কুল প্রতিযোগিতা, আন্তঃকলেজ প্রতিযোগিতা এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতাগুলো যেন ব্যাপকভাবে চলে, সে ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, আমাদের জেলা-উপজেলা পর্যায়ে ফুটবল, ক্রিকেট, ভলিবল, সাঁতার, হকিসহ বিভিন্ন খেলার সঙ্গে সঙ্গে দেশীয় খেলাগুলো যেমন- ডাংগুলি, সাত চারা, গোল্লাছুট থেকে শুরু করে হাডুডুসহ যেসব খেলাগুলো প্রচলিত ছিল, সেগুলো আবার চালু করতে হবে। আন্তঃস্কুল প্রতিযোগিতার আয়োজন করতে হবে। যেটা আমরা ফুটবলের ক্ষেত্রে প্রাথমিক পর্যায় থেকেই আন্তঃস্কুল প্রতিযোগিতা শুরু করেছি। ফলে আমাদের অনেক নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি হচ্ছে এবং তারা জাতীয় পর্যায়েও বিশেষ অবদান রাখছে। কাজেই এদিকে সবাই বিশেষভাবে দৃষ্টি দেবেন।
রাজধানী ঢাকায় খেলাধুলার জায়গা কম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা কিছুটা উদ্যোগ নিয়েছি, প্রত্যেক এলাকাতেই যেন খেলার মাঠ থাকে। যেখানে খালি জায়গা পাচ্ছি, খেলার মাঠ করে দিচ্ছি। কারণ, প্রত্যেকটা এলাকাতেই খেলার মাঠ থাকা একান্তভাবে প্রয়োজন। সে ক্ষেত্রে সংসদ ভবনের পাশে বিশেষ চাহিদা সম্পন্নদের খেলাধুলার জন্য একটা একাডেমিও নির্মাণ করে দেওয়া হচ্ছে।
১৯৯৬ সালে তিনি প্রথম সরকার গঠনের পর বিশেষ চাহিদা সম্পন্নদের অলিম্পিকে আমেরিকা থেকে ৭২টি পদক জয় করে আনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী তাদের আরো পৃষ্ঠপোষকতা প্রদানের আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত ছিলেন এবং স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উদ্দিন। অনুষ্ঠানে খেলাধুলার উন্নয়নের ওপর একটি প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
- শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায় স্বার্থান্বেষী মহল:শিক্ষামন্ত্রী
- মেট্রোরেলের সমন্বিত চলাচল পরীক্ষা আগস্টে
- এ অঞ্চলের যোগাযোগের কেন্দ্রস্থল হতে চায় বাংলাদেশ:পররাষ্ট্রমন্ত্রী
- আইসিটি সেক্টরে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশকে গম দেবে ভারত: পররাষ্ট্রমন্ত্রী
- বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি-স্বজনপ্রীতি বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির
- শান্তিরক্ষীরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন আশা প্রধানমন্ত্রীর
- ‘পল্লী উন্নয়ন’ পদক পেলেন প্রধানমন্ত্রী
- আইটি সেক্টরে ২৫ সালে রপ্তানি আয় হবে ৫ মিলিয়ন ডলার
- ঠাকুরগাঁওয়ে তিন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
- ১ জুন থেকে চিলাহাটি-হলদিবাড়ি রুটে চলবে ‘মিতালী’
- সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে বাদাম বিক্রেতার মৃত্যু
- দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩
- চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা রিয়ালের
- অভিনেত্রীদের মৃত্যুতে চিন্তিত শিল্পী সমিতি
- আল্লাহর বিস্ময়কর সৃষ্টি মৌমাছি
- ব্রাজিলে বৃষ্টি-ভূমিধসে নিহত ৩৫
- নৌপথের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: নৌপ্রতিমন্ত্রী
- ‘প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে গণমাধ্যম বড় সহায়ক শক্তি’
- ‘বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিই আমাদের জাতিসত্ত্বার ভিত্তি’
- আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ
- পাঁচ জেলায় ৩৭ অনিবন্ধিত হাসপাতাল সিলগালা
- দুই বছর পর ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস চালু
- বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর পাশে সমাহিত আবদুল গাফ্ফার
- উলিপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
- ‘পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সারাদেশের মানুষ আনন্দ উল্লাস করবে’
- ১২ দিনেও সরানো হয়নি ঝড়ে পড়া গাছ, বিধ্বস্ত ঘরে মানবেতর জীবনযাপন
- মির্জা ফখরুল ও গয়েশ্বর বাবুর মাথা খারাপ হয়ে গেছে: তথ্যমন্ত্রী
- স্ত্রীর গলা কাটা লাশ নিয়ে হাসপাতালে স্বামী
- বাংলাদেশ মডেলের পেছনে অন্যতম প্রধান কারণ শক্তিশালী নেতৃত্ব
- ঠাকুরগাঁওয়ে মা দিবসে ব্যতিক্রমী আয়োজন
- `তিন বছরে আরও ১৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে`
- চাকরি পেতে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে: শিক্ষা উপমন্ত্রী
- স্বপ্নের পদ্মাসেতু এখন দৃষ্টিসীমায় দিগন্তজুড়ে দাঁড়িয়ে
- দিক পাল্টেছে ঘূর্ণিঝড় অশনি, অন্ধ্র প্রদেশে রেড অ্যালার্ট জারি
- ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন ইমন
- তরুণরাই আনবে সোনালি ভবিষ্যৎ: তথ্যমন্ত্রী
- বোনের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ভাইয়ের
- ফিলিস্তিনি শিশু মাত্র আট মাসে হাফেজ
- দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
- ‘ভাগ্য’ নিয়ে ফিরছেন নিপুণ
- সরিষার আবাদ দ্বিগুণের পরিকল্পনা করছে সরকার
- রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ঠেকাতে তথ্য ও গবেষণা উপকমিটির বৈঠক
- মেয়ের নাম জানালেন রোনালদো-জর্জিনা
- নীলফামারীতে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
- বিমানবন্দরগুলোতে বিটিভি দেখানোর নির্দেশ
- হজ নিবন্ধনের সময় আজই শেষ হচ্ছে
- মরণোত্তর দ্যাগ হ্যামারশোল্ড মেডেল পেলেন ২ বাংলাদেশি
- তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা