• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

উলিপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২২  

কুড়িগ্রামের উলিপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক এবং বঙ্গমাতা মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা (অনূর্ধ্ব-১৭) সমাপনী ও পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন উপজেল নির্বাহী অফিসার বিপুল কুমার। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) রুহুল আমিন, কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা ক্রিড়া কর্মকর্তা আকরাম বিন নাসির। 

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সোহরাব আলী মোল্লার সার্বিক সহযোগিতায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ধরণীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, দলদলিয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী সরকার, পান্ডুল ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেন, বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল সরদার বাবু, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ আলম মন্ডল, ধামশ্রেনী ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম পঞ্চুসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, খেলোয়ারসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন।

খেলায় উলিপুর পৌরসভা একাদশ ৩-০ গোলে দুর্গাপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে।