• রোববার ০৪ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

স্বামীকে বেঁধে স্ত্রীর সর্বনাশ, ১৮ বছর পর দুজনের যাবজ্জীবন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুন ২০২২  

রংপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দীর্ঘ ১৮ বছর পর মামলার রায়ে খুশি ভুক্তভোগীর স্বজনরা।

বৃহস্পতিবার বিকেলে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক এম আলী আহমেদ এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা।

দণ্ডিতরা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার একবারপুর দক্ষিণপাড়া গ্রামের একরামুল হক ও আবুল কালাম আজাদ।

মামলার বিবরণ দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাকজিয়া হাসান দীবা জানান, ২০০৪ সালের ২ সেপ্টেম্বর রাতে স্বামীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যান ওই গৃহবধূ। ফেরার পথে দক্ষিণপাড়া গ্রামে তাদের পথরোধ করেন একরামুল ও আজাদ। এরপর অস্ত্রের মুখে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে একটি কলেজের পাশে নির্জনে পালাক্রমে ধর্ষণ করেন তারা। পরে ভুক্তভোগীর চিৎকারে লোকজন এসে উদ্ধার করেন।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পীরগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগীর স্বামী। তদন্ত শেষে একরামুল ও আজাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার তৎকালীন এসআই ইকবাল বাহার। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেয় আদালত।