• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে মোটরসাইকেল কিনে না দেওয়ায় গলায় ফাঁস নিলো কিশোর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জুন ২০২২  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পালসার মোটরসাইকেল কিনে না দেওয়ায় গলায় রশির ফাঁস লাগিয়ে হাসানুর রহমান (১৫) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।

সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। কিশোর হাসানুর রহমান ওই গ্রামের আজিজুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন থেকে হাসানুর একটি পালসার মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য তার বাবার কাছে বায়না ধরে। কিন্তু তার দিনমজুর বাবার সামর্থ্য না থাকায় তিনি কিনে দিতে পারেননি। এতে অভিমান করে সোমবার দুপুরে সবার অজান্তে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে হাসানুর।

একমাত্র ছেলের মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে। কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।