• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বেরোবির সামাজিক বিজ্ঞান অনুষদ জার্নালের মোড়ক উন্মোচন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জুন ২০২২  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর সামাজিক বিজ্ঞান অনুষদের জার্নাল ‘জার্নাল অব সোস্যাল সায়েন্স’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। 

সোমবার (২৭ জুন, ২০২২) দুপুরে উপাচার্য দপ্তরে জার্নাল অব সোস্যাল সায়েন্সের ভলিয়ম-৫ সংখ্যা-১, সেপ্টেম্বর ২০২১ এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা উপস্থিত ছিলেন।

প্রকাশিত জার্নালটিতে সমাজ ব্যবস্থা, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে দেশি-বিদেশি গবেষকবৃন্দের মোট ১৪টি গবেষণা প্রবন্ধ স্থান পেয়েছে। 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও জার্নাল অব সোস্যাল সায়েন্সের সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মতিউর রহমান, জার্নাল সম্পাদনা পরিষদের সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।