• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

মুজিববর্ষে আরো ২৬ হাজারের বেশি পরিবার ঘর পাচ্ছে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জুলাই ২০২২  

মুজিববর্ষে আরো ২৬ হাজারের বেশি পরিবার ঘর পাচ্ছে                
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন আরও ২৬ হাজার ২২৯ পরিবারকে ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল ২১ জুলাই আজ ঘরগুলো হস্তান্তর করবেন তিনি।

একইসাথে পঞ্চগড় ও মাগুরার সব উপজেলাসহ ৫২টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত হিসেবে ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থান নিশ্চিতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে বিনামূল্যে জমি ও ঘর পাচ্ছেন আরো ২৬ হাজারের বেশি মানুষ।

ফরিদপুরের ৯টি উপজেলায় গৃহহীনের সংখ্যা ৪৫৩ জন। অনানুষ্ঠানিকভাবে পাওয়া জমিতে এরই মধ্যে তারা লাগিয়েছেন গাছ-পালা। কেউ বা লালন পালন করছেন হাঁস-মুরগি। এবার আনুষ্ঠানিকভাবে জমি বুঝে নেয়ার পালা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালের ৩ হাজার ৫৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হবে। আগের চেয়ে বরাদ্দ বেশি থাকায় এবারের ঘরগুলো টেকসই হবে বলে দাবি প্রশাসনের।

এদিকে, দেশের প্রথম ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হতে যাচ্ছে মাগুরা ও পঞ্চগড়। দুই শতক জমির ওপর বসবাসের ঘর এবং খালি জায়গায় সবজি চাষ করার সুযোগ পাচ্ছেন সেখানকার আশ্রয়প্রাপ্তরা। প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগসহ বসানো হয়েছে নলকূপ।

বগুড়ার নন্দীগ্রাম ও দুপচাচিয়ার অসহায়, নিঃস্ব ১৭৮টি পরিবারও পাচ্ছে আজীবন নিজের বাড়িতে থাকার সুযোগ।
পরিবার-পরিজন নিয়ে মাথা গোজার ঠাঁই পেয়ে খুশি লক্ষ্মীপুরের ৩ হাজার ২২৮ পরিবার। প্রতিটি ঘর তৈরিতে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা।