• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

সৌদিপ্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ আগস্ট ২০২২  

বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি গত বুধবার রাতে সৌদির তাবুক শহরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান।  

রাষ্ট্রদূত বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠালে দেশ সমৃদ্ধ হবে। এর সুফল সবাই পাবে।

তাবুকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত অনুষ্ঠানে ওই অঞ্চলে কর্মরত বিভিন্ন শ্রেণি ও পেশার বাংলাদেশি প্রবাসীরা নিজেদের বিভিন্ন সমস্যার কথা জানান। এ সময় রাষ্ট্রদূত প্রবাসীদের সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাস ও কনসুলেট থেকে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।  

এ ছাড়া কোনো প্রয়োজন হলে দূতাবাস ও কনসুলেটের হটলাইন নাম্বারে যোগাযোগের অনুরোধ জানান। মতবিনিময়সভায় কনসাল জেনারেল মো. নাজমুল হক ও দূতাবাসের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।