• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বাড়তি ভাড়ার বিষয়ে অভিযোগ করলে ব্যবস্থা: বিআরটিএ চেয়ারম্যান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ আগস্ট ২০২২  

কোন বাস বাড়তি ভাড়া আদায় করছে, প্রমাণসহ এমন অভিযোগ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিআরটিএ। মঙ্গলবার বিকেলে মিরপুরের সাগুফতা মোড়ে শিমু ড্রাইভিং সেন্টারে গাড়ি চালক প্রশিক্ষকদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

এ সময় বিআরটিএ চেয়ারম্যান বলেন, সড়কে শৃঙ্খলা রক্ষার জন্য, ভাড়া সন্ত্রাস নিয়ন্ত্রণের জন্য সকল অংশীজনকে এগিয়ে আসতে হবে। দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে নিজেদের সামাজিক দায়বদ্ধতা থেকে উদ্যোগী হতে হবে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বাসে বর্ধিত ভাড়া আদায়ে অনিয়ম দেখতে পেলে যাত্রী বা অন্য যে কেউ প্রমাণসহ অভিযোগ করতে পারেন। অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ উত্থাপন করতে পারলে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্রাইভার্স টেকনিক্যাল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান নুর নবী শিমু। অনুষ্ঠানে ২৬ জন গাড়িচালক প্রশিক্ষককে সনদপত্র দেওয়া হয়। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন কাজী আবুল আল তাহিয়া।

চালকদের প্রশিক্ষণের বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান বলেন, সড়ক নিরাপদ রাখার জন্য দক্ষ চালকের বিকল্প নেই। দক্ষ চালক তৈরির জন্য তাই ধারাবাহিকভাবে প্রশিক্ষণ অব্যাহত রাখতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে এজন্য এগিয়ে আসতে হবে।