• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতায় একমত ঢাকা-দিল্লি 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২  

নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতায় একমত ঢাকা-দিল্লি               
বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক, সামরিক বাহিনীগুলোর যোগাযোগ এবং প্রতিরক্ষা-শিল্প সহযোগিতা আরও বাড়াতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত বার্ষিক প্রতিরক্ষা সংলাপে এই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। 

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য অনুযায়ী, দিল্লিতে অনুষ্ঠিত এই সংলাপে নেতৃত্ব দেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ভারতের প্রতিরক্ষা সচিব অজয় কুমার। বৈঠকে প্রতিরক্ষা বাণিজ্য এবং প্রতিরক্ষা সামগ্রীর যৌথ উৎপাদনসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। 

ভারত থেকে বাংলাদেশের ৫০ কোটি ডলার প্রতিরক্ষা ঋণ নেওয়ার জন্য যে চুক্তি আছে, তা বাস্তবায়নের বিষয়েও বৈঠকে কথা হয়েছে। ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে চুক্তিটি স্বাক্ষরিত হয়। 

দুই দেশের প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে বর্তমানে প্রশিক্ষণ ও শুভেচ্ছা সফরসহ বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।