• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

চলতি বছরেই ১৫ আগস্টের কুশীলবদের খুঁজতে কমিশন গঠন: আইনমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২  

চলতি বছরেই ১৫ আগস্টের কুশীলবদের খুঁজতে কমিশন গঠন: আইনমন্ত্রী     
১৫ আগস্টের হত্যাকাণ্ডের কুশীলবদের খুঁজে বের করতে কমিশন চলতি বছরেই গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এ বছরের মধ্যেই কমিশন চালু করতে পারবো।

শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠান তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুসহ পরিবারের ১৭ জনকে হত্যার ঘটনায় দণ্ডপ্রাপ্ত যারা পলাতক রয়েছেন তাদের খুঁজে দেশে আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না ততক্ষণ পর্যন্ত সরকার কাজ চালিয়ে যাবে।

সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, যাদের ব্যাপারে তথ্য পাওয়া গেছে তাদের ফিরিয়ে আনার জন্য সরকার আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

দণ্ডিতদের দেশের ফিরিয়ে আনার সহযোগিতা পাচ্ছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা যে চেষ্টা চালিয়ে যাচ্ছি এটাও সহযোগিতা না পেলে সম্ভব নয়।

তিনি বলেন, অতীতের বিভিন্ন সরকার যেভাবে সমস্যা সৃষ্টি করে গেছেন সেগুলো একে একে সমাধান করে আমরা এগোচ্ছি।