• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ডায়াবেটিক প্রতিরোধে উদ্যোগী হতে হবে: ডেপুটি স্পিকার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২  

ডায়াবেটিক প্রতিরোধে উদ্যোগী হতে হবে: ডেপুটি স্পিকার                    
ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, ডায়াবেটিক প্রতিরোধে উদ্যোগী হতে হবে। এই রোগে একবার আক্রান্ত হলে আজীবন চিকিৎসা গ্রহণ করতে হবে। ডায়াবেটিক প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা গেলে হাসপাতালের প্রয়োজনীয়তা কমে যাবে। জনগণের উচিৎ নিয়মিত ব্যায়াম, কায়িক শ্রম ও খেলাধুলার মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা।

বুধবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিতব্য পাবনা, বেড়া ডায়াবেটিক হাসপাতালের ৮ তলা  ভবনের ২য় তলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ। তিনি দুস্থদের চিকিৎসায় হাসপাতাল নির্মাণ ও তাদের কল্যাণে বিভিন্ন ধরণের ভাতা প্রদান করে যাচ্ছেন।

এ সময় মো. শামসুল হক টুকু হাসপাতালের নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন। এতে বেড়া পৌর মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব মো. আমজাদ হোসেন, বেড়ার স্থানীয় আওয়ামী লীগ নেতারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।