• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বাংলাদেশের আর্থিক সক্ষমতা অনেক বেড়েছে: পরিকল্পনামন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২  

বাংলাদেশের আর্থিক সক্ষমতা অনেক বেড়েছে: পরিকল্পনামন্ত্রী                
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশের আর্থিক সক্ষমতা গত ১৫-২০ বছরের তুলনায় বর্তমানে অনেক বেড়েছে। দেশের মানুষ আগের চেয়ে অনেক ভালো আছে। তবে বৈশ্বিক সংকটের কারণে এখন কিছুটা চাপ রয়েছে। কয়েক মাসের মধ্যে এই চাপ কমে যাবে। বুধবার আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন কল্যাণকামী মানুষ। সরকারি চাকরি শেষে কর্মকর্তা-কর্মচারীরা যেন একটু আয়েশে থাকতে পারেন, সেজন্য বিভিন্ন উদ্যোগ তিনি নিয়েছেন। আপনাদের যে দাবিগুলো আছে, সেগুলো সমাধানের জন্য মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে পেশ করবো। আশা করছি সেগুলো বাস্তবায়ন হবে।

তিনি আরো বলেন, ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না- এমন তথ্য সঠিক নয়। একটি শ্রেণি নিজেদের অসাধু উদ্দেশ্য সফল করতে এ গুজব ছড়াচ্ছে। গুজবে কান দেওয়া যাবে না।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সাবেক চিফ হুইপ মো. আব্দুস শহীদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকার কর্মচারী কল্যাণ সমিতির মহাসচিব আবু আলম মো. শহিদ খান প্রমুখ।