• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ফল ব্যবসায়ীর নিহত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২  

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় মিলন মিয়া (২৬) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।

মিলন উপজেলার শিবপুর ইউনিয়নের রুদ্রনগর এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার চৌরাস্তার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফলের দোকান বন্ধ করে মিলন মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় চৌরাস্তা থানা মোড়ে পৌঁছালে বালুবাহী একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

এঘটনায় বিক্ষুব্ধ ফল ব্যবসায়ী ও স্থানীয়রা মহাসড়কের চৌরাস্তা মোড় অবরোধ করে রাখে। এসময় দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। ফলে উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে থাকে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘাতক ট্রাকটি উদ্ধার করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেফতারে চেষ্টা চলছে।