• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

যাচ্ছিলেন বাইকে, ট্রাকচাপায় পথেই নিথর ব্যাংক কর্মকর্তা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩  

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকচাপায় আব্দুল লতিফ নামে এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকালে ঐ উপজেলার বড়খাতা-তিস্তা ব্যারাজ সড়কের রমনীগঞ্জ নারিকেল তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফের বাড়ি পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায়। তিনি গ্রামীণ ব্যাংকের বড়খাতা শাখায় ফিন্ড কর্মকর্তা ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল লতিফ মোটরসাইকেল যোগে তিস্তা ব্যারাজের দিকে যাচ্ছিল। এ সময় তিস্তা ব্যারাজ থেকে আসা বড়খাতাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে লাশ উদ্ধার করে হাতীবান্ধা হাইওয়ে পুলিশ। ট্রাকটি আটক করা হলেও পালিয়েছেন চালক ও হেলপার। 

বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ।