• মঙ্গলবার   ২১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৬ ১৪২৯

  • || ২৬ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ খাতে বাংলাদেশে বিপ্লব ঘটেছে: স্পিকার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপস নয়-পানিসম্পদ উপমন্ত্রী ১১০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

`অপ্রাপ্ত বয়স্কদের কাছে সিগারেট বিক্রি বন্ধে পদক্ষেপ নেয়া হবে`  

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

`অপ্রাপ্ত বয়স্কদের কাছে সিগারেট বিক্রি বন্ধে পদক্ষেপ নেয়া হবে'                
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, অপ্রাপ্ত বয়স্কদের কাছে সিগারেট বিক্রি বন্ধ করার ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট দোকান বন্ধে আমরা কাজ করছি। এছাড়া সিনেমা ও নাটকে ধূমপানের দৃশ্য বন্ধেও আইন করা প্রয়োজন।

গতকাল বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের আগে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে নীতিনির্ধারকদের কাছে প্রত্যাশা শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।

এসময় সিগারেটের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করাসহ ছয়টি প্রস্তাব দেয় ডেভেলপমেন্ট অরগানাইজেশন অব দি রুরাল পুয়র (ডরপ)। 

অনুষ্ঠান সভাপতিত্ব করেন ডরপ এর নির্বাহী উপদেষ্টা সাবেক অতিরিক্ত সচিব মো. আজহার আলী তালুকদার। প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শামীম হায়দার পাটোয়ারী।