• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

বৈষম্য প্রতিরোধের আন্দোলন এগিয়ে নিতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

বৈষম্য প্রতিরোধের আন্দোলন এগিয়ে নিতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী             
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, নারী-পুরুষ সবাই মিলে মুক্তিযুদ্ধ করেছি। তখন ধর্মের বা লিঙ্গের প্রশ্ন আসেনি। ১৯৭৫ এর পর ধর্ম ও লিঙ্গ বৈষম্যের আলোকে দেশ পরিচালিত হয়েছে। এখন বৈষম্যের অবস্থাকে প্রতিহত করে প্রতিরোধের আন্দোলনকে এগিয়ে নিতে হবে।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদের রোকেয়া সদনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ধর্ম ও লিঙ্গ বৈষম্যের কারণে নারী নির্যাতন সারা পৃথিবীতে প্রকট আকার ধারণ করছে। এ অবস্থাকে সবাই মিলে প্রতিহত করতে হবে।

তিনি আরো বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বেশ কয়েকটি শিশুসদন পরিচালিত হচ্ছে। পাশাপাশি এসিডদগ্ধ নারীদের জন্য ফান্ড এবং ক্যান্সার, কিডনি, থ্যালামাইসিস রোগে আক্রান্ত নারীদের জন্য এককালীন ফান্ডের ব্যবস্থা আছে।

এ সময় রোকেয়া সদনের কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক মালেকা বানু, মনোরোগ বিশেষজ্ঞ ডা. শাহীদা চৌধুরী প্রমুখ।