• মঙ্গলবার   ২১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৬ ১৪২৯

  • || ২৬ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ খাতে বাংলাদেশে বিপ্লব ঘটেছে: স্পিকার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপস নয়-পানিসম্পদ উপমন্ত্রী ১১০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিমানকে লাভজনক করতে ৭ পদক্ষেপ: সংসদে প্রতিমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বাংলাদেশ বিমানকে একটি লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার জন্য ৭ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া বিমানের ফ্লাইট সংখ্যা ও রুট বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিমান প্রতিমন্ত্রী বলেন, বিমানের লাভজনক রুটসমূহের ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানো, আন্তঃযোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বর্তমানে সিলেট-কক্সবাজার, কক্সবাজার-সিলেট এবং সৈয়দপুর-কক্সবাজার, কক্সবাজার-সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করা, নেটওয়ার্ক সম্প্রসারণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, গত বছরের ২৫ জানুয়ারি ঢাকা-শারজাহ-ঢাকা, ২৭ জুলাই ঢাকা-টরেন্টো-ঢাকা এবং ১৮ আগস্ট ঢাকা গুয়াংজু-ঢাকা রুটে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছে বিমান। বাজার পর্যালোচনার মাধ্যমে মালে, কলম্বো, বাহরাইন, রোম, সিডনি, নিউইর্য়ক রুটে নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

মাহবুব আলী বলেন, বর্তমানে বাংলাদেশ বিমানের যাত্রী পরিবহনে উড়োজাহাজ সংখ্যা ২১টি। অদূর ভবিষতে নতুন নতুন রুট চালু করাসহ ফ্লাইট ও উড়োজাহাজের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।