• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

হজ প্যাকেজ ঘোষণা, হাজিদের জনপ্রতি খরচ যা পড়বে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

সরকারিভাবে এ বছর হজে যেতে একটি প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। এবারের হজ প্যাকেজ অনুযায়ী হাজিদের জনপ্রতি খরচ ৬ লাখ ৮৩ হাজার টাকা পড়বে।

সচিবালয়ে বুধবার হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। এদিকে সরকারিভাবে গত বছর দুটি প্যাকেজ থাকলেও এবার একটি ঘোষণা করা হয়েছে। 

সভা শেষে কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান হজ প্যাকেজ সম্পর্কে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, গত বছর সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এ ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ এবং প্যাকেজ ২ এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ হয়েছে। বেসরকারিভাবে এজেন্সিগুলোর ‘সাধারণ প্যাকেজ’ এর মাধ্যমে হজ করতে খরচ হয়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।