• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

হজ প্যাকেজ ঘোষণা, হাজিদের জনপ্রতি খরচ যা পড়বে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

সরকারিভাবে এ বছর হজে যেতে একটি প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। এবারের হজ প্যাকেজ অনুযায়ী হাজিদের জনপ্রতি খরচ ৬ লাখ ৮৩ হাজার টাকা পড়বে।

সচিবালয়ে বুধবার হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। এদিকে সরকারিভাবে গত বছর দুটি প্যাকেজ থাকলেও এবার একটি ঘোষণা করা হয়েছে। 

সভা শেষে কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান হজ প্যাকেজ সম্পর্কে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, গত বছর সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এ ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ এবং প্যাকেজ ২ এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ হয়েছে। বেসরকারিভাবে এজেন্সিগুলোর ‘সাধারণ প্যাকেজ’ এর মাধ্যমে হজ করতে খরচ হয়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।