• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

২৬ যানবাহন ও ১০ প্রতিষ্ঠানকে জরিমানা পরিবেশ অধিদফতরের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

পরিবেশ দূষণের দায়ে ২৬টি যানবাহনকে ৮৫ হাজার টাকা এবং ১০টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বুধবার ঢাকা ও আশেপাশের ৫ স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়। বায়ুদূষণ রোধে সরকারঘোষিত এ বিশেষ অভিযান চালানো হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয়, গাজীপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন ঢাকার উদ্যোগে ঢাকা জেলার সাভার, মানিক মিয়া এভিনিউ, খিলক্ষেত, আফতাবনগর এবং গাজীপুর জেলার বাইপাস এক্সপ্রেসওয়ে এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এর মধ্যে মানিক মিয়া এভিনিউ, খিলক্ষেত ও আফতাবনগরে পরিচালিত অভিযান পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন। এর সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ এবং পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ।

অভিযানের অংশ হিসেবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে এবং বিআরটি মহাসড়ক নির্মাণকারী ২টি ঠিকাদারী প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। সাভারে মাত্রাতিরিক্ত হর্নের মাধ্যমে শব্দ দূষণের দায়ে ৪টি যানবাহন থেকে ১১ হাজার টাকা এবং যানবাহনের কালো ধোঁয়ার মাধ্যমে বায়ুদূষণের দায়ে ৪টি যানবাহনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।