• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩  

 
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার। এতে ৭৩ কোটি ২৯ লাখ ৩২০ টাকা খরচ হবে। প্রতি কেজির দাম ধরা হয়েছে ৯১ টাকা ৬০ পয়সা।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, সুপারিশকৃত দরদাতার মধ্যে রয়েছে তুরস্কের আরবেল বিয়াকলিয়াত হুবুবাত স্যান্টিক এ.এস কুমহুরিয়াত। স্থানীয় দরদাতা হচ্ছে বিআইএনকিউ। 

রমজান সামনে রেখে পণ্যের দাম কমানোর কোনো পরিকল্পনা নেয়া হয়েছে কিনা; জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, কমানো না, প্রতি মাসেই টিসিবির জন্য আমাদের কিনতে হচ্ছে। রমজান সামনে রেখে একটু বেশি কিনতে হচ্ছে।

রোজায় সরবরাহ স্বাভাবিক থাকবে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের জন্য যেটা কেনা হয়েছে, সেটা টিসিবির। যা এক কোটি মানুষকে দেয়া হবে। এটা তো আমরা নিয়মিত দিয়েই যাচ্ছি।

রমজানে কোনো পণ্য সংকট হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া টিসিবির জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার কথাও জানিয়েছে সরকার।