• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

ঢাকায় নতুন ব্রিটিশ হাইক‌মিশনার সারা কুক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩  

বাংলা‌দে‌শে নতুন হাইক‌মিশনার ঘোষণা ক‌রে‌ছে যুক্তরাজ‌্য। বর্তমান হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের স্থলা‌ভি‌ষিক্ত হ‌বেন সারা কুক‌।

বুধবার আনুষ্ঠানিকভা‌বে সারা কুককে বাংলা‌দে‌শে নতুন হাইক‌মিশনার ঘোষণা ক‌রে‌ছে কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফ‌সি‌ডিও)।

যুক্তরাজ্যের ফরেইন, এফ‌সি‌ডিও দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের প্রধান তিনি। চল‌তি বছ‌রের এপ্রিল কিংবা মে মা‌সের ম‌ধ্যে সারা কুকের দা‌য়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।

এর আগে, ২০১২ থে‌কে ২০১৬ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআই) বিভাগের প্রধান হিসেবে বাংলা‌দেশ অফিসে সারা কুক দায়িত্ব পালন করেছেন ।