• মঙ্গলবার   ২১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৬ ১৪২৯

  • || ২৬ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ খাতে বাংলাদেশে বিপ্লব ঘটেছে: স্পিকার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপস নয়-পানিসম্পদ উপমন্ত্রী ১১০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

মানুষের সেবা করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩  

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করে আইন ও বিধি বিধানের মধ্যে থেকে মানুষকে সেবা করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার সচিবালয়ের নিজ কার্যালয়ে বরিশাল এবং রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ রাজিব হোসেন খান ও মোসা. আয়েশা খাতুনের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে মানুষের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তাজুল ইসলাম বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা স্থানীয় জনগণের সমস্যা সবচেয়ে ভালো জানেন। আর স্থানীয় মানুষের উপকার করার সুযোগ তাদের সবচেয়ে বেশি।

তিনি বলেন, স্থানীয় জনগণের জীবনমানের উন্নয়নে জনপ্রতিনিধিরা ব্যাপক ভূমিকা রাখতে পারেন। জাতীয় উন্নয়নে প্রান্তিক মানুষকে যুক্ত করার ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের সেবা পেতে যেন কোনো প্রকার ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়ে কাউন্সিলরদের সজাগ থাকতে হবে।

মন্ত্রী বলেন, শক্তিশালী ও সেবামূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠান গড়ে তুলতে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা রয়েছে। সে লক্ষ্যে নবনির্বাচিত কাউন্সিলররা তাদের ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম। এ সময় স্থানীয় সরকার বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।