• মঙ্গলবার   ২১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৬ ১৪২৯

  • || ২৬ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ খাতে বাংলাদেশে বিপ্লব ঘটেছে: স্পিকার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপস নয়-পানিসম্পদ উপমন্ত্রী ১১০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

বর্তমান সরকার কৃষিবান্ধব: পরিকল্পনা প্রতিমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক শামসুল আলম বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। করোনা মহামারির মধ্যেও দেশের কৃষিখাত স্থিতিশীল রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সব ধরনের উন্নয়ন সূচকে এশিয়ার বৃহৎ দেশসমূহকে পেছনে ফেলে দৃষ্টান্ত স্থাপন করেছে।

শনিবার সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তিন দিনব্যাপী বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, দেশের জিডিপিতে কৃষির ভূমিকা অনস্বীকার্য। কৃষিতে স্থিতিশীলতা ছাড়া জাতীয় অর্থনীতিতে স্থিতিশীলতা সম্ভব নয়। এজন্য কৃষির উৎপাদনশীলতা বাড়াতে হবে। কৃষিতে ব্যাপক গবেষণার উদ্যোগ নেয়া প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বাংলাদেশের সিনিয়র টেকনিক্যাল উপদেষ্টা ড. কাতারজিনা জাপলিনা, বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান প্রমুখ।