• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

শিক্ষাকে যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩  

 
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের  শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। স্কুল, কলেজ ও মাদরাসার অত্যাধুনিক ভবন নির্মাণ করাসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করেছে বর্তমান সরকার।

গতকাল রোববার দুপুরে কবি নজরুল শিক্ষা মঞ্জিলের নবনির্মিত ৪তলা বিশিষ্ট ফজিলাতুন নেছা একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীরা বই পাচ্ছে। সুন্দর পরিবেশে  শিক্ষা নিতে পারছে শিক্ষার্থীরা। যেখান থেকে আগামীর ভবিষ্যত তৈরি হবে। শেখ হাসিনার সরকার শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ রেখেছে। 

কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন— খুলনা বিভাগের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাবেক ডিজি আব্দুল খালেক, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা শিক্ষা প্রকৌশলী গোলাম মোত্তাকিন প্রমুখ। 

উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদফতরের উদ্যোগে নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট ফজিলাতুন নেছা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে।