• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

`প্রতিটি উপজেলাতে শিল্পকলা একাডেমির কার্যক্রম শুরু হবে`   

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩  

 
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বগুড়ায় আধুনিক শিল্পকলা একাডেমির কাজ শুরু করা হবে। তবে এর জন্য প্রয়োজন পৌরসভার অনাপত্তি। এছাড়া প্রতিটি উপজেলাতেও শিল্পকলা একাডেমির কার্যক্রম শুরু হবে। এ নিয়ে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে। শিগগিরই এই প্রকল্পর কাজ শুরু হবে।

গতকাল রোববার দুপুরে বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে কারো কোনো অনুমতি নেয়ার প্রয়োজন নেই। জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের এ বিষয়ে  চিঠি দেওয়া হয়েছে। এরপরেও যদি কেউ বাধা দেয়, আমি সেখানে উপস্থিত হবো এবং নিজেই সেই অনুষ্ঠান পরিচালনা করবো।

তিনি বলেন, বগুড়ায় কেন্দ্রীয় শহিদ মিনারের ভিত্তিপ্রস্থর নির্মাণ করা হবে। চলতি বছরের জুলাই মাসের মধ্যেই তা করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম, বগুড়া- ৬ আসনের এমপি রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়র অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিনসহ আরো অনেকে।