• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

বীরত্বপূর্ণ-সেবামূলক কাজের স্বীকৃতি পেলেন ৮৫ র‍্যাব সদস্য

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩  

 
বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ‘র‍্যাব মহাপরিচালক পদক’ পেয়েছেন র‍্যাবের ৮৫ সদস্য। ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে র‍্যাব মহাপরিচালকের দরবারে তাদের এ পদক প্রদান করা হয়।

এছাড়া ৩৫ জন বিশেষ সম্মাননা (সাহসিকতা) ও ৫০ জন বিশেষ সম্মাননা (সেবা) পুরস্কার পেয়েছেন।

সোমবার (২০ মার্চ) দুপুরে উত্তরা কুর্মিটোলাস্থ র‍্যাব সদরদপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে আভিযানিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তাদের পদক পরিয়ে দেন মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

এর আগে তিনি শহীদ র‍্যাব সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এবারের দরবারে রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় তিন মরদেহ উদ্ধার করায় র‍্যাব ডগ স্কোয়াডের কুকুর চিতাকে পুরস্কৃত করা হয়েছে। এবারই প্রথম র‍্যাবের ডগ স্কোয়াডের একটি কুকুর র‍্যাব মহাপরিচালক পদক পেলো।