• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

স্বাধীনতা দিবসে জিনপিংয়ের শুভেচ্ছা      

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩  

 
বাংলাদেশের সঙ্গে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে শুভেচ্ছা বার্তায় এ প্রত্যাশার কথা জানিয়েছন তিনি। শনিবার ঢাকার চীন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বার্তায় চীনের প্রেসিডেন্ট বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বার্ষিকী উপলক্ষ্যে চীনের জনগণ, সরকার এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনাকে, বাংলাদেশের মানুষ এবং দেশটির সরকারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক জোরালো উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। দেশটি 'সোনার বাংলা' গড়ার স্বপ্নের দিকে দ্রুততার সঙ্গে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ সরকার এবং দেশটির জনগণ যে অসাধারণ সাফল্য অর্জন করেছে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাপকভাবে প্রশংসিত।’

জিনপিং বলেন, ‘চীন-বাংলাদেশ বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে, যা নিয়ে আমরা গর্ব করি। আমার বিশ্বাস এটি দিনে দিনে আরও শক্তিশালী হবে। বর্তমানে চীন ও বাংলাদেশ অত্যন্ত মজবুত এবং গভীরতর রাজনৈতিক আস্থার সম্পর্ক উপভোগ করছে। আমাদের দুই দেশের বাস্তবিক সহযোগিতা ক্রমশ অগ্রসরমান। বেইজিং প্রস্তাবিত 'দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' এর যৌথ নির্মাণ কার্যকর ফল দিয়েছে, যা দুই দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা নিয়ে এসেছে।’

শুভেচ্ছা বার্তায় জিনপিং বলেন, তিনি চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করতে প্রস্তুত। তিনি বাংলাদেশের আরও সমৃদ্ধি, জনগণের সর্বাঙ্গীণ সাফল্য এবং কল্যাণ কামনা করেন।