• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৮    

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩  

 
বাংলাদেশে ২৫ মার্চ সকাল ৮টা থেকে ২৬ মার্চ সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে, করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৫ অপরিবর্তিত আছে।

উল্লিখিত সময়ে ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩৮ হাজার ১ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ২৫ মার্চ সকাল ৮টা থেকে ২৬ মার্চ সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৭৮৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ২৮ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।