• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আমরা মানুষের জীবনকে উন্নত করতে চাই- প্রধানমন্ত্রী বউয়ের সঙ্গে ঝগড়া, হুমকি দিয়ে শ্বশুরবাড়ি ভাংচুর করল ঘরজামাই মোমেন-সান ওয়েইডং বৈঠক: শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ ‘বিদ্রোহী’ কবিতাকে ইউনেস্কোর হেরিটেজে অন্তর্ভুক্তির উদ্যোগ

নতুন শিক্ষাক্রমে সবাই খুশি: শিক্ষামন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা মুখস্ত বিদ্যায় অভ্যস্ত হয়েছিলাম। মুখস্ত বিদ্যা মনে থাকে না। নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষাকে অনন্দময় করা, শিক্ষার্থীদের ভাবতে ও বিশ্লেষণ করতে শেখানো হবে। এ শিক্ষা ব্যবস্থায় শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই খুশি।

সোমবার আশুলিয়ার ব্র্যাক সিডিএম সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

কেউ কেউ বিরোধিতার জন্য বিরোধিতা করছে উল্লেখ করে ডা. দীপু মনি বলেন, এরমধ্যে বিরোধী রাজনৈতিক দল, কিছু ধর্মীয় দল, কোচিং ব্যবসায় জড়িত, নোট বই, গাইড বই ব্যবসায় জড়িত এবং কিছু শিক্ষক যারা কোচিং করায় তারা নিজেদের স্বার্থহানির আশঙ্কায় এই কারিকুলামের বিরোধিতা করছে।

নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক পরিমার্জনে লেখকদের নিয়ে ৫ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। এই কর্মশালা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ফাহাদুল ইসলাম, ড. মুহম্মদ জাফর ইকবাল, আবুল মোমেন, ড. স্বরোচিষ সরকার, ড. নারায়ণ চন্দ্র বিশ্বাসসহ পাঠ্যপুস্তক সংশ্লিষ্ট লেখকরা।