• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

‘ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে মন্ত্রণালয়। প্রযুক্তির মাধ্যমে কৃষি পণ্য ও বাজারের সাপ্লাই চেইন এবং সারসহ বিভিন্ন পণ্যের চাহিদা, জোগান, সরবরাহ ও মান কেন্দ্রীয়ভাবে দেখভাল করা হবে।

সোমবার শিল্প মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, দেশের বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই। প্রতিটি বাজারে থরে থরে পণ্য সাজানো দেখা যায়। পণ্য উৎপাদনেও কোনো সমস্যা নেই, সমস্যা আছে সরবরাহে। সেজন্য আমরা প্রযুক্তি ব্যবহারে আইসিটি বিভাগের সঙ্গে চুক্তি করলাম। এর মাধ্যমে দুর্নীতিকেও বিদায় জানাবো।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ সক্ষমতা অর্জনের কারণে বাংলাদেশ এখন বিশ্বে অনুকরণীয়। করোনার সময় আমরা ডিজিটাল রূপান্তরের সুবিধা পেয়েছি। এটাই প্রমাণ করে বাংলাদেশকে কখনো দমিয়ে রাখা যাবে না।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শিল্প সচিব জাকিয়া সুলতানা, আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন প্রমুখ।