• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

প্রধানমন্ত্রীর হাত ধরে স্মার্ট হবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩  

 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক এবং অবিচ্ছেদ্য। বঙ্গবন্ধুর হাত ধরে এই দেশে স্বাধীনতা এসেছে। আর তারই যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আধুনিক ও স্মার্ট দেশে পরিণত হবে বাংলাদেশ।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগের আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলার স্বপ্ন লালন-পালন ও বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সারাবিশ্বের নন্দিত নেতা। তার গড়ে তোলা বাংলাদেশ সারা পৃথিবীর কাছে আজ রোল মডেল। অচিরেই শেখ হাসিনা বাংলাদেশকে একটি আধুনিক ও স্মার্ট দেশে পরিণত করবেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের সুদিন-দুর্দিনের অন্যতম সঙ্গী কৃষক লীগ। বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে কৃষক লীগের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সেই সক্ষমতা কৃষক লীগের প্রতিটি ইউনিটের রয়েছে।