• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ভুয়া ডিবি পরিচয়ে মাদক পাচার, ফেনসিডিলসহ আটক ২

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩  

নীলফামারীর ডিমলায় ভুয়া ডিবি পরিচয়ে অটোভ্যানে করে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলায় সদর ইউনিয়নের বাবুরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- ভুয়া ডিবি চক্রের সদস্য মাদক ব্যবসায়ী হাসান খান শান্ত (৩২) ও সাদ্দাম হোসেন (৩০)। শান্ত জেলার ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামের বাসিন্দা। সাদ্দাম ডিমলা উপজেলার বাবুরহাট গ্রামের বাসিন্দা।

ডিমলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত কর্মকর্তা) বিশ্বদেব রায় জানান, বাবুরহাট বাজারের বাসস্ট্যান্ড এলাকা থেকে ভুয়া ডিবি পরিচয় দিয়ে মাদক জব্দ করে পাচার করা হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ইসলামিয়া কলেজের সামনে একটি অটোভ্যান তল্লাশি করে। এ সময় ভ্যানে থাকা প্লাস্টিকের চেয়ারের তলা কেটে অভিনব কায়দায় তৈরি বক্সের ভেতর রাখা ২৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল ও ৩৬টি তলাকাটা প্লাস্টিকের চেয়ার জব্দ করা হয়।

তিনি জানান, আসামিরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারণ করে একই কায়দায় অবৈধ মাদক ব্যবসা করে আসছিলেন। আটক শান্তর বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন।

ডিমলা থানার ওসি লাইছুর রহমান বলেন, আটক দুইজনসহ পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।