• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ঈদে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেবে ভোক্তা অধিকার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩  

আসন্ন ঈদে যাত্রীদের কাছ থেকে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩০ মার্চ) কারওয়ান বাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, এবার ঈদে রেলের টিকিট অনলাইনে দেওয়া হবে, ফলে টিকিট প্রত্যাশীদের ভোগান্তি কমে আসবে। অন্যদিকে বাস লঞ্চসহ অন্যান্য গণপরিবহনে ঈদের সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। এবার যাত্রীদের এসব ভোগান্তি দূর করতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব।

তিনি আরও বলেন, কোনোভাবেই ভোক্তার স্বার্থ ক্ষুণ্ন না হয় সে বিষয়ে অভিযানসহ সার্বিক তদারকিতে আমাদের টিম মাঠে থাকবে। এছাড়া ঈদের আগে কিছু ধরনের খাদ্য পণ্য নিয়েও অসাধুরা ঊর্ধ্বগতি সৃষ্টি করে। আমরা সেসব বিষয়েও পদক্ষেপ গ্রহণ করব। কোথাও আমরা সাধারণ ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন হতে দেব না।

অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, এই রমজানকে সামনে রেখে ব্রয়লার মুরগির বাজার অ্যাবনরমাল আচরণ শুরু করছিল। আমরা সেখানে নজর দিয়েছি, আমাদের পদক্ষেপের ফলে এবং একসঙ্গে সবাই কাজ করার ফলে এটি এখন স্বাভাবিক অবস্থায় এসেছে। আমরা ঈদকে সামনে রেখে ভোক্তাদের অধিকার নিয়ে আমরা মাঠ পর্যায়ে আরও কাজ করব। কেনাকাটা থেকে শুরু করে যেসব জায়গায় ভোক্তাদের সরাসরি স্বার্থ জড়িত সেই বিষয়গুলো আমরা আমলে নিয়ে মাঠে নামব।