• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পদ্মা-বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুতে টোল দিতে হবে সবাইকে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩  

পদ্মাসেতু, বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুতে টোল অব্যাহতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সেতু বিভাগ। ১ এপ্রিল থেকে এই তিন সেতু পারাপারে সবাইকে টোল দিতে হবে।

সম্প্রতি সেতু বিভাগের নেয়া এ সিদ্ধান্তের কথা জানিয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে, ৭ মার্চ সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন টোল অব্যাহতি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠিয়েছেন।

সরকারি বিভিন্ন দফতর-সংস্থা ও কর্মকর্তাদের গাড়ি এই তিন সেতুতে টোল অব্যাহতি পেতো। এখন সবাইকে বাধ্যতামূলক টোল দিতে হবে। এ সিদ্ধান্ত ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সেতু বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১২তম বোর্ড সভায় পদ্মাসেতু, বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোল অব্যাহতি প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঐ সিদ্ধান্ত বাস্তবায়নের নিমিত্তে আধা-সরকারি পত্রের মাধ্যম মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করা হয়েছে।

এ অবস্থায় প্রাপ্ত আধা-সরকারি পত্রের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।