• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নৈশ প্রহরী নিহত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩  

কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়-শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে সৈয়দ আলম (৬০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে উখিয়া কুতুপালং ৮নং ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা কুতুপালং ৮নং ক্যাম্পের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) ও আরএসও মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় নৈশপ্রহরীর দায়িত্বে থাকা সৈয়দ আলম গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে সৈয়দ আলম নামে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার পর থেকে ক্যাম্পে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। আসামিদের চিহ্নিত ও আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।