• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

১৯ বছর আত্মগোপনের পর র‌্যাবের হাতে যেভাবে ধরা পড়ল প্রতারক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩  

দীর্ঘ ১৯ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে ধরা পড়েছেন প্রতারক বৃদ্ধ মো. জাফর আহমদ। তার বয়স এখন ৬১ বছর। জাফর অর্থ আত্মসাৎসহ প্রতারণার সাত মামলার আসামি।

র‌্যাব জানায়, ২০০৪ সালে পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা এলাকায় প্রতারণা করে লোকজনের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন জাফর। ঐ সময় তার বয়স ছিল ৪২ বছর। 

শুক্রবার দিনগত রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতার জাফর আহমদ প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার ৩১ নম্বর বোয়ালখালী গ্রামের হাজি মফজল আহাম্মদের ছেলে জাফর।

তিনি আরো বলেন, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে দীঘিনালা থানায় সোপর্দ করা হয়েছে।