• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

দেশের ১৭ কোটি মানুষ সম্পদে পরিণত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩  

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, আমাদের দেশের জনসংখ্যাকে এক সময় বোঝা মনে করা হতো। আয়তনে ছোট একটি দেশ অথচ জনসংখ্যা অনেক বেশি। তবে বর্তমানে দেশের ১৭ কোটি মানুষ মানবসম্পদে পরিণত হয়েছে। 

তিনি বলেন, বর্তমানে যে অবস্থানে আমরা এসেছি, এটা আমাদের কল্পনার বাইরে। তবে আমরা কল্পনা না করলেও কোনো এক সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কল্পনা করেছিলেন।

শনিবার রাজশাহীর বাঘা উপজেলার পাঁচপাড়া ইউনিয়নে পাচঁপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০২৩ সালে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করা তিনটি দেশের মধ্যে একটি দেশে পরিণত হবে। এখন আর মানুষের মাঝে হাহাকার নেই। কারণ মানুষের ক্রয়ক্ষমতা তৈরি হয়েছে, আর এই ক্রয়ক্ষমতা শেখ হাসিনার মাধ্যমে তৈরি হয়েছে। 

তিনি বলেন, যাদের ক্রয়ক্ষমতা নেই, তাদের পাশে শেখ হাসিনা দাঁড়িয়েছেন। যেখানে সরকার পৌঁছাতে পারছে না, সেখানে নেতাকর্মী ও সমাজের স্বচ্ছলদের উৎসাহিত করা হচ্ছে।  

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় শেখ হাসিনার বিকল্প নেই। তিনি দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটা বিরোধীদলের নেতারাও জানে।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।