• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

শোডাউন ছাড়া মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩  

 
সিটি কর্পোরেশন নির্বাচনে শোডাউন ছাড়া মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের শোডাউন করা যাবে না বলে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র দাখিলের সময় কোনো ধরনের শোডাউন করা যাবে না। মনোনয়নপত্র দাখিল করতে ৫ জনের অধিক নেতাকর্মীও নেয়া যাবে না।

উল্লেখ্য, আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সিটিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আজমত উল্লাহ খান। সিটির ৫৭ ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন। ভোটকেন্দ্র সিসি ক্যামেরায় মনিটরিং করা হবে।