• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

‘খুনি-দুর্নীতিবাজরা ক্ষমতায় এলে দেশকে ধ্বংস করে দেবে’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ মে ২০২৩  

খুনি-দুর্নীতিবাজদের আর ক্ষমতায় না আনতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় গতকাল রবিবার রাতে লন্ডনের ম্যারিয়ট হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, খুনি, চোর, দুর্নীতিবাজরা ক্ষমতায় এলে বাংলাদেশকে ধ্বংস করে দেবে। তারা যেন আর কখনোই ক্ষমতায় না আসে। খুনি, দুর্নীতিবাজরা কখনো দেশকে কিছু দিতে পারে না। তারা দেশবিরোধী কাজ করেছে বলেই দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।

আওয়ামী লীগের সভাপতি বলেন, নির্বাচন ঠেকানোর নামে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। মনুষ্যত্ব বিসর্জন করে তারা অগ্নিসন্ত্রাসে নেমেছিল। আওয়ামী লীগ মাত্র ১৪ বছরে মানুষের ও দেশের উন্নয়নে যা করেছে, তা এর আগে কখনো হয়নি।