• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই: ইসি আলমগীর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২৩  

 
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন স্বাধীন। সরকারের পক্ষ থেকে আমাদের ওপর কোনো চাপ নেই। আর কমিশনের কাছে বিদেশিদের চাওয়া গুরুত্বপূর্ণ না। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু ভোটগ্রহণের জন্য সবকিছু করা হবে। নির্বাচনে যারা আসবেন তাদের সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। ভোটাররাও যেন সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করা হবে। গাজীপুরের মতোই আসন্ন সব নির্বাচন সুষ্ঠুভাবে করা হবে।

তিনি আরো বলেন, গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন, সরকারসহ সব পক্ষের ভাবমূর্তি ভালো হয়েছে। বিদেশিরা কী চাইলো সেটা নির্বাচন কমিশনের কাছে গুরুত্বপূর্ণ না। সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করে। নির্বাচনে বিদ্যমান আইন না মানলে যে কারো বিরুদ্ধে ইসি ব্যবস্থা নেবে।

এ নির্বাচন কমিশনার বলেন, আমরা সব দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য বলেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। তাই আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনেও যে সব দল অংশগ্রহণ করবে- তা বলা যাচ্ছে না। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের পক্ষ থেকে সবকিছু করা হবে।