– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ নিরাপদ সড়ক চাই পীরগঞ্জ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় দুই মুসল্লি আহত, আটক ২ রংপুরে ৫০ লাখ ছাগল-ভেড়া পাবে পিপিআর টিকা

রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: ওআইসি মহাসচিব

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা বলেছেন, ওআইসি রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায়। আমরা সবসময় রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দিয়েছি। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সোমবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

ওআইসি মহাসচিব বলেন, গাম্বিয়া সরকার মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে। ঐ মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করে যাচ্ছে ওআইসি।

এ সময় ওআইসি মহাসচিবের সঙ্গে মতবিনিময়ে মিয়ানমারে জাতিগত স্বীকৃতি, নাগরিকত্ব, নিরাপত্তা, ভিটেমাটি ফিরিয়ে দেওয়া এবং গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবি তুলে ধরেন রোহিঙ্গা প্রতিনিধি দলের সদস্যরা।