– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ নিরাপদ সড়ক চাই পীরগঞ্জ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় দুই মুসল্লি আহত, আটক ২ রংপুরে ৫০ লাখ ছাগল-ভেড়া পাবে পিপিআর টিকা

শিশুদের উন্নয়নে কাজ করবে শিশু কল্যাণ বোর্ড: সমাজকল্যাণমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মে ২০২৩  

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিশু আইন প্রণয়ন করেছে সরকার। আইনের বিধানানুযায়ী জাতীয় শিশু কল্যাণ বোর্ড গঠন করা হয়েছে। শিশুদের কল্যাণে জাতীয় পর্যায় থেকে উপজেলা পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করবে এ বোর্ড।

বুধবার রাজধানীর একটি হোটেলে জাতীয় শিশু কল্যাণ বোর্ডের প্রথম সভায় এ কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করে বাঙালি জাতিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। স্বাধীনতার পর দীর্ঘ ২১ বছর স্বাধীনতাবিরোধীরা মিথ্যাচারের মাধ্যমে পাকিস্তানি কায়দায় এ দেশ পরিচালনা করেছে।

তিনি আরো বলেন, ১৯৯৬ সালে ২৩ জুন দেশ পরিচালনার দায়িত্ব পান জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা। সেদিন দায়িত্ব গ্রহণ করে তিনি দেশবাসীর কাছে ওয়াদা করেছিলেন বঙ্গবন্ধুর স্বপ্নকে সফলভাবে বাস্তবায়ন করবেন।

নুরুজ্জামান আহমেদ বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতায় এক সময়ের দুর্ভিক্ষপীড়িত বন্যা কবলিত বাংলাদেশকে সারা বিশ্বের রোল মডেলে উন্নীত করতে সক্ষম হয়েছেন শেখ হাসিনা।